Monday, July 22, 2013

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে ওঠার শর্ত শিথিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে ওঠার শর্ত শিথিল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে ওঠার শর্ত শিথিল
ঢাকা: প্রথমবর্ষের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয়বর্ষে ওঠার শর্ত শিথিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা সর্বোচ্চ পাঁচটি কোর্সে শতকরা ৪০ নম্বরের নিচে, অর্থাৎ এফ গ্রেড পেয়েছে তাদের বিশেষ বিবেচনায় দ্বিতীয়বর্ষে উঠার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্বিতীয়বর্ষে প্রমোশন দেবে। তবে পরীক্ষার রেগুলেশন অনুযায়ী এসব শিক্ষার্থীকে পরবর্তী সময়ে এফ গ্রেড প্রাপ্ত কোর্সগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

গত ১৭ জুলাই ২০১১ সালের প্রথমবর্ষ অনার্স পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রথমবারের মতো গ্রেডিং সিস্টেমে প্রকাশিত ফলে শতকরা ৪৬ ভাগ শিক্ষার্থী অকৃতকার্য (নট প্রমোটেড) হন। ফলে দ্বিতীয় বর্ষে উঠতে পারছিলেন না প্রায় অর্ধেক শিক্ষার্থী।

গ্রেডিং পদ্ধতির নিমানুযায়ী, কেনো শিক্ষার্থী প্রথমবর্ষের ফলাফলে এক দশমিক ৭৫ জিপিএ পয়েন্ট পেলে দ্বিতীয়বর্ষে পড়ার সুযোগ পাবে। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়।

সনাতন পদ্ধতিতে কোনো শিক্ষার্থী একটি বিষয়ে পাস করেও দ্বিতীয়বর্ষে উন্নীত হওয়ার সুযোগ পেত। কিন্তু গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশে শর্ত জুড়ে দেওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যার ফলে তারা দ্বিতীয়বর্ষে উঠতে পারতেন না।

ফল প্রকাশের পর থেকেই রাজধানীসহ সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আন্দোলনে নামেন।

রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। তারা ফল সংশোধনসহ গ্রেডিং পদ্ধতি বাতিলের দাবি জানান।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বর্ষে ওঠার শর্ত শিথিল করে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশুনায় মনোনিবেশ করে পরবর্তী পরীক্ষাসমূহে ভাল ফল করার জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 

Wednesday, July 17, 2013

Education

Divisions

airports

Airports list of bangladesh



International airports

Domestic airports
  • Shah Makhdum Airport,Rajshahi
  • Jessore Airport,Jessore
  • Saidpur Airport,Saidpur
  • Cox's Bazar Airport
  • Barisal Airport
  • Ishurdi Airport
  • Tejgaon Airport
  • Khan Jahan Ali Airport,Bagerhat (under construction)
  • Bogra STOLport (under construction)
  • Noakhali Airport (under construction)

Government medical colleges

Government medical colleges

  1. Govt. Homeopathic Medical College
  2. Dhaka Medical College
  3. Sir Salimullah Medical College
  4. Mymensingh Medical College
  5. Chittagong Medical College
  6. Rajshahi Medical College
  7. MAG Osmani Medical College
  8. Sher-E-Bangla Medical College
  9. Kalihati Medical College,Tangail
  10. Comilla Medical College
  11. Khulna Medical College
  12. Shaheed Ziaur Rahman Medical College
  13. Dinajpur Medical College
  14. Faridpur Medical College
  15. Shaheed Suhrawardy Medical College
  16. Pabna Medical College
  17. Noakhali Medical College
  18. Cox's Bazar Medical College
  19. Jessore Medical College
  20. Shahid Syed Nazrul Islam Medical College, Kishoreganj
  21. Kushtia Medical College
  22. Satkhira Medical College
  23. Sheikh Sayera Khatun Medical College, Gopalganj
  24. Rangpur Medical College,
  25. Govt. Unani and Ayurvedic Medical College
Central Bank


State-owned Commercial Banks



Private Commercial Banks


Ministry of Bangladesh Website List

Blog site list of Bangladesh